সোমবার, ১৪ই জুলাই, ২০২৫
৩০শে আষাঢ়, ১৪৩২

ভাইরাল হওয়া হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার সোমবার (১৬ সেপ্টেম্বর) একুশে টেলিভিশন-ইটিভির এক ফটোকার্ড সেয়ার করে জানায়, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া।

এতে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে ভাইরাল হওয়া চিঠিতে বেশ কয়েকটি অসঙ্গতি খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার। চিঠিতে ইংরেজি ০৫ আগস্টকে বাংলা ২০শে শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলা ২১শে শ্রাবণ। সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে। তাছাড়া চিঠিতে বিভিন্ন বাক্যে ব্যবহৃত যতিচিহ্ন ‘।’ মোবাইলে টাইপ করা যা এর গঠন দেখে স্পষ্ট।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার দেশের অন্যতম প্রধান ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে নিজেদের সম্পর্কে বলেছে, রিউমর স্ক্যানার একটি স্বাধীন সাংবাদিকতার উদ্যোগ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। রিউমর স্ক্যানারের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ এবং এর সহ-প্রতিষ্ঠাতা মো. ছাকিউজ্জামান ও সাঈদ জয়। ১৭ মার্চ ২০২০ তারিখে রিউমর স্ক্যানার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আমরা বাংলাদেশের প্রথম কোন ফ্যাক্ট চেকিং সংস্থা যারা ওয়েব কন্টেন্টের পাশাপাশি ডিজিটাল ব্যানারের মাধ্যমে ফ্যাক্ট চেক স্টোরি প্রকাশ করি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য-ঔষধ সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভাইরাল টপিক যাচাই করে আমরা তা উপস্থাপন করি। আমরা কোন ফ্যাক্ট চেক পূর্ণাঙ্গ যাচাই-বাছাই না করে প্রকাশ করিনা। আমরা ফ্যাক্টচেক উৎস, ফান্ডিং, কার্যক্রম এবং সংস্থার স্বচ্ছতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য করুন